শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ডায়াবেটিস সেবা দিবস ২০২৪ পালিত হয়েছে । এ উপলক্ষে শুক্রবার ”শাহজাদপুর ডায়াবেটিক সমিতি”র উদ্দ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস (রক্তের গ্লুকোজ) পরীক্ষা করা হয় । এ ছাড়া ডায়াবেটিস সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এক পদযাত্রা করা হয় । পদযাত্রাটি শহরের গুরুত্বপুর্ন স্থান প্রদক্ষিন শেষে স্থানীয় ডায়াবেটিক সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। ডায়াবেটিক সমিতির সভাপতি হাসিব খান তরুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার নাসিম হাসান, কোষাধ্যক্ষ আফরোজা খাতুন, যুগ্ন সম্পাদক মুমিনুর রহমান চৌধুরী,কার্যকরী সদস্য পুষ্প খান,আব্দুল মকিত খান প্রমুখ । শেষে ৬শ’ ৩৬ জন রোগীর ডায়াবেটিস পরীক্ষা করা হয় ।