শাহজাদপুরে তালগাছি বাজার বণিক সমিতি নির্বাচন অনুষ্ঠিত 

0 ১৩৮
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাঁড়াদহ  ইউনিয়নের তালগাছী বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মার্চ) সকাল ১০ টা থেকে শুরু করে বিকেল ৩ টা পর্যন্ত তালগাছী আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ে একটানা ভোটগ্রহণ চলে। এ নির্বাচনে চেয়ার  প্রতীক নিয়ে সভাপতি পদে সাইফুল ইসলাম ও ছাতা প্রতীক নিয়ে আঃ রাজ্জাক প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ নির্বাচনে চেয়ার প্রতীকে ২২৭ টি ভোট পেয়ে সাইফুল ইসলাম সভাপতি ও হরিণ  প্রতীকে ২৬৪ টি ভোট পেয়ে মিজানুর রহমান  সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সমিতির সহ-সভাপতি পদে আপেল  প্রতীক নিয়ে বাচ্চু এবং আনারস প্রতীক নিয়ে গোলাম মওলা প্রতিদ্বদ্বীতা করে ২৬৩টি ভোট পেয়ে বাচ্চু সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
তালগাছী বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন কমিটির সার্বিক দায়িত্ব পালন করেন আনোয়ার হোসেন মিলন ও আবুল বাশার চৌধুরী।
এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা সমবায় অফিসার মোঃ মোখলেছুর রহমান বলেন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।
উল্লেখ্য,তালগাছী বাজার বণিক বহুমুখী  সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৪৭৯ জন।

Leave A Reply

Your email address will not be published.