শাহজাদপুরে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও গণ সমাবেশ
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সনাতন ধর্মাম্বলীদের মন্দির,বাড়িঘর,ব্যবসা প্রতিষ্ঠান পাহাড়া দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীরা । কোন ভাংচুর, লুটপাট ও অগ্নী সংযোগকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থন করেনা । বলেছেন , বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান । গতকাল বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলা জামায়াতের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও গণ সমাবেশ অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি একথা বলেন ।
এদিন বিকেলে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে গণ সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন। শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারী মাস্টার আব্দুল মালেকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,সাবেক উপজেলা আমীর মওলানা আব্দুল খালেক,সাবেক আমীর মওলানা নিজাম উদ্দিন, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, এনায়েতপুর থানা জামায়াতের আমীর ডাঃ সেলিম রেজা, উপজেলা জামায়াতের সহ- সেক্রেটারী নজরুল ইসলাম, মাষ্টার আব্দুস ছাত্তার প্রমুখ। অনুষ্ঠানে প্রধান বক্তা আরও বলেন,এবারের বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র -ছাত্রী ছাড়াও সাধারন জনগণ এমনকি শিশু সন্তানকে কোলে নিয়ে মায়েরা পযন্ত আন্দোলনে অংশ গ্রহন করেছেন । বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকারের একমাত্র উদ্দেশ্য ছিল, দূর্নীতি ও লুটপাট করা । হাজার হাজার কোটি টাকা লুটপাট বিশ্বের কোথাও প্রমাণ নাই । কিন্তু, শেখ হাসিনা ও তার দলের লোকজন হাজার হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে । পরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ শাহজাদপুরের সুজন ও অন্তরের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন মাওঃ রফিকুল ইসলাম খাঁন ।