শাহজালাল বিমানবন্দরে আগুন
সোমবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে পার্কিং-২ এর চিলেকোঠায় বাতিলকৃত মালামালের স্টোররুমে এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ৮টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান ব্রেকিংনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের তীব্রতা না থাকলেও সেখানে ধোঁয়ার কারণে অনেকে আতঙ্কিত হয়ে পড়ে।
সূত্র: ব্রেকিংনিউজ/