শাহরুখ খানের ‘ডন থ্রি’ আসবেই, গল্প লেখা হচ্ছে

0 ৩৯১
বলিউড বাদশাহ শাহরুখ খান। ছবি : সংগৃহীত

‘ডন কো পাকাড় না মুশকিল হি নেহি, নামুমকিন হ্যায়’ বলিউড কিং খান শাহরুখ খানের কণ্ঠে এই বিখ্যাত ডায়লগ শুনেনি এমন সিনেমাপ্রেমীর দেখা মেলা ভার। সবশেষ ২০১১ সালে এই সিরিজের ‘ডন টু’ সিনেমা মুক্তির পর থেকেই পরবর্তী সিরিজ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।  ভারতের একাধিক প্রভাবশালী গণমাধ্যমে একাধিকবার খবরও এসেছে ‘ডন থ্রি’ সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ খান।

তবে সিনেমার বিখ্যাত ডায়লগের মতো গেল ১০ বছরেও এই সিনেমার জন্য শাহরুখকে ধরা যায়নি। তবে এবার এই সিরিজের সিনেমার অন্যতম প্রযোজক রিতেশ সিধওয়ানি জানিয়েছে, শাহরুখ খানের ‘ডন থ্রি’ সিনেমা আসবে। তবে কবে আসবে সেটা নিশ্চিত না। বর্তমানে সিনেমাটির গল্প নিয়ে কাজ চলছে।

 

বলিউডভিত্তিক গণমাধ্যম পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে রিতেশ সিধওয়ানি বলেছেন, ‘ডন থ্রি আসবে, তবে কখন সেটা আমরা জানি না। কিন্তু আমরা চাই সিনেমাটি তৈরি হোক, সেজন্য সঠিক গল্প লাগবে এবং আমরা সেটা নিয়ে কাজ করছি। কিন্তু, এটা আসবেই।’

 

ওই প্রতিবেদনে পিঙ্কভিলা জানিয়েছেন, বলিউডের বিখ্যাত কবি, গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতার সিনেমার চিত্রনাট্যে লেখার কাজে ফিরছেন দীর্ঘদিন পর। যিনি আগে ‘ডন’ সিরিজের সিনেমার চিত্রনাট্য লিখেছেন।

 

পত্রপত্রিকার খবর অনুসারে, ‘পাঠান’ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন শাহরুখ। এই সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। সালমান খানের চরিত্রের নাম অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগার। প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে।

 

গেল বছরের নভেম্বরে ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করেন  শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। ‘পাঠান’ সিনেমা মুক্তি পাবে ২০২২ সালের শুরুতে। যদিও সিনেমাটি প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

 

Leave A Reply

Your email address will not be published.