শাহিদের গালে চুমু খেলেন রণবীর!

0 ৪৯৩

বিনোদন ডেস্ক: পদ্মাবতের পর থেকেই নাকি শাহিদ কাপুর এবং রণবীর সিং-এর মধ্যে শুরু হয়েছিল চাপা যুদ্ধ। শোনা গিয়েছিল একে অপরের মুখ পর্যন্ত দেখতে রাজি নন দুই তারকা। কিন্তু রবিবার স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস-এর আসরে এই সব গুঞ্জনকে উড়িয়ে দিলেন রণবীর সিং।

উপস্থিত চিত্র সাংবাদিকদের সামনেই শাহিদের গালে চুমু খেয়ে বুঝিয়ে দিলেন তাদের মধ্যে সম্পর্কে কোনও অবনতি হয়নি। রেড কার্পেটে তাদের এই চুম্বনের ভিডিও এই মুহূর্তে ভাইরাল সোস্যাল মিডিয়ায়।

অনেকেই মনে করেন দু’জনের মধ্যে টানাপোড়েনের সূত্রপাত হয়েছিল কফি উইথ করণের শো থেকে, যেখানে একবার রণবীর সিং দাবি করেছিলেন তিনি কামিনে ছবিতে সুযোগ পেলে শাহিদের থেকে ভালো অভিনয় করতেন। আবার পদ্মাবতের পর একটি সাক্ষাত্‍কারে শাহিদ বলেছিলেন, সেটে নিজেকে বাইরের লোক মনে হত তার।

সূত্রপাত যেখানেই হোক না কেন, শাহিদ এবং রণবীর অবশ্য সব সময়েই বলে এসেছেন, একে অপরের সঙ্গে কাজ করা দারুণ উপভোগ করেন তারা।

Leave A Reply

Your email address will not be published.