শিবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় একজনকে কারাদণ্ড

0 ২২০
শিবগঞ্জ  প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় সেলিম রেজা (২৯) নামে একজনকে দশদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সদর উপজেলার কালিনগর মিরের চর এলাকার নজরুল ইসলামের ছেলে।
শুক্রবার সকালে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মা নদীর ৫ ও ৬ নম্বর ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। তিনি জানান, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী- এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আটক করা হয় সেলিম রেজাকে।
তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দশ দিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়।
তিনি আরও জানান, শিবগঞ্জ থানা পুলিশ ও গোদাগাড়ী ইউনিটের নৌ-পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

Leave A Reply

Your email address will not be published.