ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ : সোমবার বিকেলে র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শ্যামপুর মিয়াপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিপি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে একটি অপারেশন দল এ.এস.পি এনামুল করিমের নেতৃত্বে ঘটনা স্থলে উপস্থিত হয়ে সুকৌশলে অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবাসায়ীকে ৭.৬৫ মিমি বিদেশী পিস্তল ১টি, ম্যাগজিন ১টি, মোবাইল সেট ১টি, স্বর্ণের চেইন ১টি, মানি ব্যাগ ১টি, নগদ ৩ হাজার ১শত টাকা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী শিবগঞ্জ থানাধীন ওমরপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে মোঃ আরাফাত রহমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানা যায় গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানাগেছে। শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.