শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীর বামতীরে সিড়িঘাট নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে তর্তিপুর মহাশশ্মান ঘাটে এই নির্মাণকাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ উপলক্ষে তর্তিপুর ঘাট চত্বরে উদ্বোধনী আলোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুখলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত।
এছাড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিন, তর্তিপুর মহাশশ্মান কমিটির সভাপতি সাধন চন্দ্র মনিগ্রাম, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমল কুমার ত্রিবেদী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুনাল মুর্খাজী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর আজিজুর রহমানসহ সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।