শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা নেজাম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0 ১৭১
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ডাকাতপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা নেজাম উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ডাকাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় ডাকাতপাড়া কেন্দ্রীয় গোরস্থান তার মরদেহ দাফন করা হয়। এর আগে বুধবার রাত ৯টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও মুসল্লিরা।

Leave A Reply

Your email address will not be published.