শিবগঞ্জে ৩০ বিঘা জমি উদ্ধার

0 ১৬৮
মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্র (প্রায় ৩০ বিঘা) সরকারি জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩ এপ্রিল) বিকেলে পদ্মা নদীর ৫ ও ৬ নম্বর বাঁধ এলাকার ঘোড়াপাখিয়া দেবত্তর মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ১১৮৭ নম্বর দাগের এই জমি সরকারি পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে সম্পত্তি ভোগদখল করে আসছিল। পরে সম্পত্তির মালিক সরকারের পক্ষে জেলা প্রশাসক সম্বলিত সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়।
শিবগঞ্জ থানা পুলিশ, ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রামপুলিশ ও উপজেলা ভূমি অফিসের স্টাফ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুবায়ের হোসেন।

Leave A Reply

Your email address will not be published.