শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে নতুন সভাপতি রাবি’র ড. আরিফ

0 ৮৫
রায়হান আলী, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ড. এম গোলাম আরিফ। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করেন কলেজ পরিবার। পরে ছাত্রী ও শিক্ষকদের সাথে তিনি মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, আমার পরিধি থেকে যতটুকু সম্ভব শিক্ষার মান্নোয়নে উপদেশ দিব। তবে এক্ষেত্রে শিক্ষক ও ছাত্রীদেরকেই অগ্রণী ভুমিকা পালন করতে হবে। এছাড়া শিক্ষকদের ক্লাশ নিয়মিত করার জন্য জোর দেন। এর আগে ১৭ সেপ্টেম্বর জাতীয় বিশ^বিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) আবদুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত একপত্রে সভাপতি হিসেবে তাকে মনোনীত করা হয়। পত্রে বলা হয়, কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে এই কমিটি গঠন করা হয়। পত্রে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দা শরিফ গার্হস্থ্য অর্থনীতি কলেজের জেষ্ঠ্য প্রভাষক আলমগীর হোসেন। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছেন আইসিটি প্রদর্শক রুহুল আমিন। তাছাড়া পদাধিকারবলে সদস্য সচিব হয়েছেন ওই কলেজের অধ্যক্ষ মোহা: নুরুল ইসলাম। শেষে কলেজের বিভিন্ন কক্ষ, গবেষণাগার ও কম্পিউটার ল্যাবসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেন নতুন এই সভাপতি। একই সঙ্গে বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে অধ্যক্ষ ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে নিয়ে তা সমাধানে উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.