
স্থানীয়রা জানায়, সাকিরুল ইসলাম রনি ইতিপূর্ব তিনি দুইবার মাদকসহ পুলিশের হাত আটক হয়েছিল। তার বিরুদ্ধে দুইটি মাদক মামলা চলমান রয়েছে। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়র আহাম্মদ জানান , সাকিরুল ইসলাম রনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
গাপন সংবাদের ভিত্তিত সামবার দুপুর তাকে ২৫ গ্রাম হিরাইন একশ টি ইয়াবা ট্যাবলট, তিনটি মাবাইল ফান ও সাড়ে ৪ হাজার টাকাসহ তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইন মামলা হয়েছে এবং জেলা কারাগারে তাকে পাঠানো হয়েছে।