শেখ হাসিনা যেটা বলবেন সেটাই রাইট

২৭৯

শেখ হাসিনা যেটা বলবেন সেটাই রাইট বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম।

শুক্রবার (৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

রেজাউল করিম বলেন, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, তার কন্যার (শেখ হাসিনা) নেতৃত্বে বিশ্বাস করি, তাদের মনে রাখতে হবে আওয়ামী লীগ আর নেতা একজনই শেখ হাসিনা। তিনি যেটা বলবেন সেটাই রাইট।

তিনি বলেন, শেখ হাসিনার পরিবার, আত্মীয়-স্বজনরা দুর্নীতি করেন না। দুর্নীতির সঙ্গে আপসও করেন না। আদর্শের সঙ্গে ব্যত্যয় ঘটান না। কাজেই শেখ হাসিনা আমাদের জন্য উদাহরণ, আমাদের জন্য একটা দৃষ্টান্ত। তাই আমাদের উচিত শেখ হাসিনাকে অনুসরণ করা।

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আবু প্রমুখ।

Comments are closed.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com