শ্রীলঙ্কায় বাড়তি ওয়ানডে খেলার সুযোগ পাচ্ছে না নারীরা
সিরিজের প্রথম দুই ম্যাচ ভেস্তে গেছে বৃষ্টিতে। তৃতীয় ও শেষ ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে বাংলাদেশ নারী দলের ওয়ানডে সিরিজটা ভালো কাটেনি। ওয়ানডে সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত হওয়ায় বেশ গুরুত্বপূর্ণ ছিল দুই দলের জন্য। কিন্তু তিন ম্যাচের দুই ম্যাচই বৃষ্টিতে পণ্ড হওয়ায় ক্ষতিই হয়ে গেল। তাই শ্রীলঙ্কা চেয়েছিল সিরিজে একটি বাড়তি ম্যাচ খেলতে। বাংলাদেশকেও জানানো হয়েছিল সেটি। তবে আইসিসি অনুমোদন দেয়নি।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড চেয়েছিল ৭ মে আরেকটি ম্যাচ আয়োজন করতে। সিরিজটি যেহেতু নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত, তাই সূচির পরিবর্তনে আইসিসির অনুমোদন বাধ্যতামূলক ছিল । তবে আইসিসি জানিয়েছে, চ্যাম্পিয়নশিপের সিরিজে সূচি পরিবর্তনের কোনো সুযোগ নেই। ফলে বাড়তি ম্যাচ খেলা হচ্ছে না নিগার সুলতানা-জাহানারা আলমদের। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নারী দলের ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ। বর্তমানে তিনি দলের সঙ্গে শ্রীলঙ্কায় আছেন।
বৃষ্টির কারণে শঙ্কা আছে ৯ মে থেকে অনুষ্ঠেয় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়েও। পরের দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ১১ ও ১২ মে। এর আগে ৭ মে একটি প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশের নারী দল।