সন্ধ্যায় ঢাকায় আসছেন শিল্পা শেঠি, থাকবেন কয়েক ঘণ্টা

২৪৮
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি আজ সন্ধ্যায় ঢাকায় আসছেন। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর এই ঢাকাযাত্রা। কয়েক ঘণ্টার এই সফরে শুধু অতিথি নয়, তাঁকে পারফর্ম করতেও দেখা যাবে।

আয়োজক সূত্রে জানা গেছে, মিরর ম্যাগাজিন আয়োজিত বায়োজিন কসমেসিউটিক্যালস প্রেসেন্টস ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো ২০২২ আয়োজনে অংশ নিতে সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছাবেন অভিনেত্রী শিল্পা শেঠি। এরপর রাজধানী বনানীর পাঁচ তারকা হোটেল শেরাটনে সেরা লিডারের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন; পাশাপাশি অনুষ্ঠানে পারফর্ম করবেন।

আয়োজনে বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রীরা পুরো সময়জুড়েই উপস্থিত থাকবেন।

এর আগে এক ভিডিও বার্তায় শিল্পা শেঠি ঢাকায় আসার খবর নিশ্চিত করে বলেছিলেন, ‘প্রধান অতিথি হয়ে আসছি ঢাকায়। আমি খুবই উৎসাহী হয়ে আছি এই সফরের জন্য। কারণ, ঢাকায় আমার অসাধারণ সব ভক্ত আছেন।’

২০১৬ সালে ঢাকায় এসেছিলেন শিল্পা। সে সময় একটি ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন এই বলিউড ডিভা।

Comments are closed.