সম্প্রীতি বজায় রেখে মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে- এডিশনাল এসপি আনিসুজ্জামান

0 ৩০০

আল-আমিন হোসেন, আলমডাঙ্গা প্রতিনিধি : আলমডাঙ্গা থানার আসমানখালী ক্যাম্প পরিদর্শন করেছেন অ্যাডিশনাল এসপি আনিসুজ্জামান লালন।

সোমবার (0১ মে  ) সকাল ১১ ঘটিকার সময় থেকে  তিনি আসমানখালী ক্যাম্পে অবস্থান করেন।এ সময় তিনি ক্যাম্পের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সরকারি সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

এছাড়াও বিদ্যুৎ অপচয়রোধ ক্যাম্পের অবশিষ্ট জমিতে সবজি ও ফলজ চাষসহ, ক্যাম্পের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নির্দেশ দেন।এসময় তিনি  কিশোরগ্যাং দমন ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।পুলিশকে উদ্দেশ্য করে বলেন  নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে শৃঙ্খলা মেনে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেহেরপুর।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ৫ নম্বর গাংনী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এমদাদুল হক মুন্সী। এসময় উপস্থিত ছিলেন ক্যাম্পের ইনচার্জ নওশাদ আহমেদ, ও সহকারী ইনচার্জ সবুজসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ  ।

Leave A Reply

Your email address will not be published.