সয়দাবাদ ইউনিয়ন পরিষদ পরিদর্শনে স্থানীয় সরকারের উপ-পরিচালক

0 ১৪২
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ  ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপসচিব)
মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
সোমবার ( ৪ মার্চ ) বেলা ১১ টার দিকে তিনি  পরিদর্শন করেন। এসময় তাঁকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম এবং ইউপি সদস্যরা।
উপসচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন সকল  ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন,আমাদের সকলের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এখন সকল ছেলে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি  করতে জন্ম নিবন্ধন লাগে। নতুন ভোটার হতে,বিবাহ,, কিংবা কোন চাকরির ক্ষেত্রেও জন্ম নিবন্ধন খুবই জরুরি।তিনি ইউনিয়নে ছোটখাটো বিরোধগুলি স্থানীয় গ্রাম আদালতের মাধ্যমে  নিস্পতির নির্দেশনা দেন।
এর আগে  তিনি ইউনিয়ন পরিষদের উপস্বাস্থ্য কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গিয়ে বিভিন্ন সেবা প্রদানে খোঁজ- খবর নেন। সেই সাথে জনসাধারণের ভোগান্তি লাঘবে দ্রুততম সময়ে সব ধরনের সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট  কর্মকর্তাদের উপদেশ প্রদান করেন।
এ সময়  ইউপি সচিব মোঃ আবু কালাম আজাদ ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ঠান্ডু সেখ, মোঃ মজিবর রহমান,আব্দুল মমিন, এস এম রাজু হাসান, মোছাঃ ফিরোজা খাতুন সহ গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.