সাংবাদিকদের নিয়ে সরব অমিতাভ, কিন্তু কেন?

0 ৩৬৪
ছবি : অমিতাভ বচ্চনের ভেরিফাইড ফেসবুক থেকে নেওয়া

ঐশ্বরিয়া, অমিতাভ বচ্চন এবং ১১ বছরের আরাধ্যকে নিয়ে ছড়ানো হয়েছে মিথ্যা খবর। এতে ব্যাপক সরব হয়েছেন অমিতাভ বচ্চন। এ প্রসঙ্গে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিকদের নিয়ে একটি পোস্ট করেছেন এই অভিনেতা।

সেখানে তিনি লেখেন, ‘আমার কাজের সময়ে পুরো দেশে পরিচিত সাংবাদিক ছিলেন আট হাজার ২৯৮ জন। আর এখন পুরো দেশে ১.৩ বিলিয়ন সাংবাদিক রয়েছেন। তারাই এখন আমাদের পথ দেখান, শিক্ষিত করেন।’

অমিতাভের এই তোপের কারণ বুঝতে গেলে একটু পিছনের দিকে তাকাতে হবে।

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা এবং ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে, সম্প্রতি আরাধ্য এক ইউটিউব ট্যাবলয়েডের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দ্বারস্থ হয়েছিলেন দিল্লি হাইকোর্টে। আরাধ্যর স্বাস্থ্য নিয়ে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ উঠেছে ওই ট্যাবলয়েডের বিরুদ্ধে। গত ২০ এপ্রিল আরাধ্যর দায়ের করা পিটিশনে দিল্লি হাইকোর্ট কতিপয় ইউটিউব চ্যানেলকে তার সম্পর্কে ‘সকল ভিডিও শেয়ার থেকে বিরত থাকার জন্য বলেছিল।’

এই বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন মা ঐশ্বরিয়াও। সামনেই মুক্তি পাচ্ছে তার নতুন ছবি, ‘পোন্নিয়ান সেলভান ২’ এর প্রচারের সময়, পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেন, ‘আমি সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানাই যে, তাদেরই একজন স্বীকার করেছেন, ভিত্তিহীন খবর মানুষকে মানসিকভাবে ভীষণ আঘাত করে। আশা করি এটা চিরস্থায়ী হবে। শুধু তাই নয়, ভবিষ্যতেও যে মানুষ এই ধরনের কাজ করবেন না বা এই ধরনের কাজে উৎসাহ দেবেন না, সেই আশা আমার রয়েছে।’

Leave A Reply

Your email address will not be published.