সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি ও এর সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিতে রাজশাহী রক্ষা

0 ৩৯৪

সংগ্রমের মানববন্ধন স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক স্বীকৃত প্রাপ্ত প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে তাকে ছয় ঘন্টা আটক রেখে হেনস্তা করে শারীরিক ও মানসিক অত্যাচার এবং নির্যাতন করে। তাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে। এটা বে-আইনী ও মানবধিকার লঙ্ঘন করেছে।

 

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার তার নিঃশর্ত মুক্তি ও বিভাগীয় তদন্ত এবং এর সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবিতে শনিবার সকাল ১০টায় রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মোঃ লিয়াকত আলী, বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের, সাধারণ সম্পাদক মোঃ জামাত খান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, উপদেষ্টা সালাউদ্দিন মিন্টু সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজীমুল হক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মোহাম্মদ আজাদ, এড. এন্তাজুল হক বাবু আইন বিষয়ক সম্পাদক, জিয়াউল গনি সেলিম সাংগঠনিক সম্পাদক বাপা রাজশাহী, এড. শফিকুল ইসলাম আইন বিষয়ক সম্পাদক বাপা রাজশাহী, নারীনেত্রী সেলিনা বেগম উপদেষ্টা রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ, মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক সুজাউদ্দীন ছোটন, সাংবাদিক শ.ম. সাজু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রোম, যুবনেতা মনিরুজ্জামান পান্না, যুবনেতা কে.এম জোবায়েদ হোসেন জিতু কোষাধ্যক্ষ বাপা রাজশাহী, ছাত্রনেতা জাহিদ হাসান, সাংবাদিক আফরোজ খান হেলেন সহ অনেকে উপস্থিত ছিলেন।

 

Leave A Reply

Your email address will not be published.