মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সারাদেশের ন্যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর সাপাহারে বাংলাদেশ আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বাংলাদেশ আ’লীগ সাপাহার উপজেলা শাখার আয়োজনে আ’লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরীর সভাপতিত্বে কেক কর্তন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শাখা আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, মহিলা আ’লীগের সভাপতি ফাহিমা বেগম,সাধারণ সম্পাদক ইসফাত জেরিন মিনা সহ আ’লীগ ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।
Comments are closed.