সাপাহারে খাদ্যমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

0 ১৩৭

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে উপজেলা ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠ ভাবে বাস্তবায়ন ও করোনা সংক্রমনের উর্ধগতি রোধকল্পে জনসচেতনতা সৃষ্টিতে করনীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিপাদ্য বিষয়ের আলোকে গুরুত্বারোপ রেখে বক্তব্য প্রদান করেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

এসময় ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠ ভাবে বাস্তবায়ন ও করোনা সংক্রমনের উর্ধগতি রোধকল্পে জনসচেতনতা সৃষ্টিতে করনীয় বিষয়ের উপর বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল, ভাইস চেয়ারম্যন আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান।

এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ সুধীজন উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.