সাপাহারে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার আ’লীগের ৬ নেতা

১৮২

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বাংলাদেশ আ’লীগের সংবিধান ও গঠনতন্ত্র পরিপন্থি কার্যক্রম ও শৃঙ্খলা ভঙ্গ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করায় ৬জন আ’লীগ নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ আ’লীগ সাপাহার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার কর্তৃক স্বাক্ষরিত ২২ডিসেম্বরের একটি জরুরী ঘোষণা থেকে জানা যায়, বাংলাদেশ আ’লীগের সংবিধান ও গঠনতন্ত্র ৪৭(ঠ) ধারা মোতাবেক সংগঠন পরিপন্থি কার্যক্রম ও শৃঙ্খলা ভঙ্গ করায় উপজেলার বিভিন্ন এলাকার ৬জন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন উপজেলা আ’লীগের সহ সভাপতি আকবর আলী, সদর ইউনিয়ন আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সরকার, শিরন্টী ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম আলতাব (মাস্টার), আইহাই ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউজ্জামান টিটু, পাতাড়ী ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি মুকুল আমিন ও শিরন্টী ইউনিয়ন ওয়ার্ড আ’লীগের সদস্য আনোয়ারুল ইসলাম চৌধুরী।

বাংলাদেশ আ’লীগের সংবিধান ও গঠনতন্ত্র পরিপন্থি কার্যক্রম ও শৃঙ্খলা ভঙ্গ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করায় উক্ত ৬ নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

Comments are closed.