সাপাহারে দু’টি গাঁজার গাছ ও ৩ শ’ পিস ট্যাপেন্ডাল সহ মাদক ব্যবসায়ী আটক

২৫৯

মনিরুল ইসলাম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে পুলিশের সাঁড়াশি অভিযানে দু’টি গাঁজার গাছ সহ রয়েল হোসেন ওরফে কাহু (৪১)নামে এক মাদক ব্যবসায়ী ও ৩০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোদাচ্ছের (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটক রয়েল হোসেন উপজেলার রায়পুর গ্রামের শামসুদ্দিনের ছেলে ও মোদাচ্ছের জেলার মান্দা উপজেলার মইনোম গ্রামের মোজাহারুল ইসলামের ছেলে বলে জানা গেছে। সাপাহার থানার ওসি আল মাহমুদ জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে এসআই মোস্তাফিজুর সঙ্গীয় ফোর্স সহ রায়পুর স্কুলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় দুটি গাঁজার গাছ সহ রয়েল হোসেনকে আটক করেন। অপরদিকে একইদিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসআই মানিক ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালায়। এসময় ৩০০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোদাচ্ছেরকে আটক করেন।

পরদিন বুধবার আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি আল মাহমুদ।

Comments are closed.