সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার “ধবলডাঙা মৎস্যজীবী সমবায় সমিতি” বাতিলের জন্য অভিযোগ উঠেছে। সমিতির রেজিষ্ট্রেশন বাতিলের জন্য জেলা সমবায় অফিস বরাবর অভিযোগ দায়ের করেছেন সৈয়দপুর মৎস্যচাষী সমবায় সমিতির সভাপতি নুরুজ্জামান।
অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলার ” ধবলডাঙা মৎস্যজীবী সমবায় সমিতি”র সদস্যরা সরকারী কর্মকর্তা কর্মচারীদের ভুল বুঝিয়ে ২০১০ সালে উক্ত নামে রেজিষ্ট্রেশন করেন। যার রেজিষ্ট্রেশন নং-২৮৯। উক্ত সমিতির সভাপতি ধবলডাঙা গ্রামের কাউসার ও সাধারণ সম্পাদক একই গ্রামের মিজানুর রহমান।
ওই অভিযোগের অনুলিপি উপজেলা সমবায় অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রদান করা হয়। ধবলডাঙা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সাথে কথা বলার চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জেলা সমবায় অফিসার খন্দকার মনিরুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
সাপাহার উপজেলা সমবায় অফিসার নাজমুল হাসান বলেন ” ওই সমিতির রেজিষ্ট্রেশন করা হয়েছে জেলা থেকে। আমরা জেলাতে চিঠি পাঠাবো। যা ব্যবস্থা নেওয়ার জেলা সমবায় অফিস নিবে।”