মনিরুল ইসলাম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে উন্নয়নের রুপকার ও বরেন্দ্র অঞ্চলের সমৃদ্ধির পথিকৃৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী পরিষদ সচিব মহবুবুজ্জামানের ১৪ তম মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের জিরোপয়েন্টস্থ মুক্তমঞ্চে মহবুবউজ্জামান স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজনে উক্ত স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
মহবুবুজ্জামান স্মৃতি পরিষদের সভাপতি ইসমত এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা আ’লীগের সাপাহার উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী।
এসময় উক্ত স্বরনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, বিশিষ্ট সমাজসেবক নুরল হক মাস্টার, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু এরফান, বণিক সমিতির সভাপতি মতিউর রহমান মতি, দিঘীরহাট কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুন নুর,আসমান চৌধুরী প্রমূখ।
এছাড়াও উক্ত স্মরণ সভায় জামান নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী সহ অন্যন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ উপস্থিত থেকে সকলের সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
Comments are closed.