সাপাহারে মহিলা আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0 ২৪৬

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “নারী পুরুষ ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ চলো গড়ি” প্রতিপাদ্যের আলোকে নানা আয়োজনে নওগাঁর সাপাহারে বাংলাদেশ মহিলা আ’লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১মিনিট নীরবতা ও বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়।

পরে বিকাল ৪ টার দিকে সিএনবি ডাকবাংলো একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে ডাক বাংলো চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিগুলোতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা বেগম।

মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, জেলা আওয়ামী লীগের প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক সোলায়মান আলী লিটন প্রমূখ।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন মহিলা আ’লীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.