সাপাহারে মিথ্যা মামলায় ১৩জনকে ফাঁসানোর অভিযোগ

0 ১১২

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মিথ্যা মামলা দায়ের করে প্রতিপক্ষকে হয়রানী করার অভিযোগ উঠেছে রুহুল আমিন (৬৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। রুহুল আমিন উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে বলে জানা গেছে।

জানা যায়, গত ১০ এপ্রিল রুহুল আমিন বাদী হয়ে বিজ্ঞ আদালতে ১৮৮/৪৪৭/৩৭৯/৩৪/৫০৬ ধারায় ১৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২৭সি/২০২৩ (সাপাহার)।মামলায় উল্লেখ করা হয় উক্ত আসামীগণ নালীশি সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে আমগাছে কীটনাশক প্রয়োগ করেন। সকল আসামীগন দেশীয় অস্ত্র নিয়ে বাদীকে ভয়ভিতী দেখিয়ে বিষ ছিটানোর মেশিন ও ভ্যান চুরি করে নিয়ে যায়। কিন্তু আসামীরা আপত্তি তুলে জানান যে, ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা আছে সেখানকার ফুটেজ চেক করলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে। মূলত আমাদেরকে ফাঁসানোর জন্য এটি একটি হয়রানী মূলক মামলা করা হয়েছে।

মামলার ১নং আসামী আবু বক্কর তোতা বলেন “ আমি রাবেয়া ফুড নামে একটি কোম্পানীতে এএসএম পদে নওগাঁ জেলার মহাদেবপুরে কর্মরত আছি। ঘটনার সময় আমি স্বপরিবারে আমার কর্মস্থলে ছিলাম। এটা আমাদেরকে হয়রানী মূলক ভাবে ফাঁসানোর জন্য মামলা করা হয়েছে। এর আগেও একাধিক মামলা করেছেন মামলাবাজ রুহুল আমিন। এটি একটি পূর্ব শত্রুতার জের।”

অপর আসামীদের সাথে কথা হলে তারা বলেন “ আমরা কেউ অটো চালাই আবার আমাদের মধ্যে কেউ অসুস্থ। আমরা উক্ত ঘটনা ঘটাইনি। আমাদের হয়রানীর জন্য ফাঁসানো হয়েছে। তারা আরো বলেন, ঘটনার যেসব সাক্ষী বানানো হয়েছে তার বেশির ভাগ বাদীর আত্মীয় এবং বিভিন্ন গ্রামের।”

এ বিষয়ে রুহুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে আইহাই ইউপি চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন “ আমার জানা মতে এ মামলা মিথ্যা। মামলাটি থানায় তদন্তাধীন রয়েছে। আশা করি তদন্তে সঠিক ঘটনা বের হবে”।

Leave A Reply

Your email address will not be published.