সাপাহারে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

0 ১৯৫

সাপাহার (নওগাঁ) প্রতনিধিি : নওগাঁর সাপাহারে মানবাধকিার কমশিনরে সভাপত,ি জাতীয় দনৈকি মাতৃজগত পত্রকিার ব্যুরো প্রধান জুলফকিার আলি সম্রাটরে বরিুদ্ধে দায়রেকৃত মথ্যিা মামলা প্রত্যাহাররে দাবীতে মানববন্ধন র্কমসূচি পালন করা হয়ছে।

বৃহস্পতবিার বলো ১১ টার দকিে উপজলোর জরিো পয়ন্টেে বাংলাদশে মানবাধকিার কমশিন ও স্থানীয় প্রন্টি ও ইলক্ট্রেনকি মডিয়িার সাংবাদকিদরে আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠতি হয়।

বক্তারা বলনে , গত শনবিার সকাল সাতটার দকিে স্থানীয় জাহাঙ্গীর আলম মানকিরে সাথে জমজিমা সংক্রান্ত বষিয় নয়িে স্থানীয়দরে সংর্ঘষ সৃষ্টি হয়। সৃষ্ট সে ঘটনা নয়িে মানকিরে বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়রে করনে। যখোনে মানবাধকিার কমশিনরে সভাপতি সম্রাটকে মথ্যিা মামলায় ফাঁসানো হয়ছে। সংঘটতি ঘটনার সময় জুলফকিার আলি সম্রাট নজি বাড়ীতে ঘুময়িে ছলিনে।

বক্তারা আরো বলনে, ঘটনার দনি সাংবাদকি জাহাঙ্গীর আলম মানকি সংবাদ সংগ্রহ করতে যায়নি বরং সে একজন ভূমদিস্যু। সে প্রতপিক্ষরে লোকজনরে সাথে হাত মলিয়িে জমি দখল করতে গয়িছেলিো।

উক্ত মানববন্ধনে উপস্থতি ছলিনে বাংলাদশে মানবাধকিার কমশিনরে সাধারণ সম্পাদক নুরে জান্নাত ময়না সহ সংগঠনরে সদস্য ও স্থানীয় সচতেন মহল।

Leave A Reply

Your email address will not be published.