![](https://bdsangbad24.com/wp-content/uploads/2023/03/received_860586551708154-300x179.jpeg)
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩১ জন সদস্য’র মাঝে ৪৭ লক্ষ টাকা ঋনের চেক হস্তান্তর করেন রাজশাহী জেনারেল ম্যানেজারস অফিসের জেনারেল ম্যানেজার মীর হাসান মোহাম্মদ জাহিদ।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ওয়ালিউজ্জামান, সাপাহার শাখা অফিসের শাখা ব্যবস্থাপক সহ ঋন গ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।