সাপের কামড়ে মৃত্যু হলো স্কুল ছাত্র আশরাফুলের

১৪৩
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে বিষধর সাপের কামড়ে আশরাফুল ইসলাম (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭ টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের মাকলাহাট গ্রামে এ ঘটনা ঘটে।  মৃত আশরাফুল ইসলাম মাকলাহাট গ্রামের আব্দুল লতিবের ছেলে ও মাকলাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালের খাবার শেষে ছেলেটি বন্ধুদের সাথে কানামাছি খেলতে যায়। পাশের বাড়ি গলিতে লুকাতে গিয়ে দেয়ালে হাত দিলে বিষাক্ত সাপ হাতে কামড় দেয়। হাত টান দিলে সাপও বের হয়ে আসে। হাত থেকে সাপ ছুটানোর পর চিল্লাচিল্লি শুরু করলে সকলে মিলে গিয়ে তাকে উদ্ধার করে পাশ্ববর্তী উপজেলার রহনপুরে নেওয়ার পথে মৃত্যু হয় ছেলের।
আশরাফুলের বড় ভাই, হুমায়ুন কবির বলেন, ছোট ভাইকে সাপে কেটেছে শুনে ঘটনাস্থল থেকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

Comments are closed.