দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য তাজুল ইসলাম মোঃ ফারুকের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ।
আজ ৩১ জানুয়ারি২০২৩ রোজ মঙ্গলবার দিবসটি স্মরণে বাদ যোহর রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার আমগাছি এলাকায় মরহুম তাজুল ইসলাম এর কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয়।
এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কবর জিয়ারতের পর মরহুম তাজুল ইসলামের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন ও পরিবারের খোঁজখবর নেন রাসিক মেয়র মহোদয়।
এ সময় মরহুম তাজুল ইসলাম মোঃ ফারুকের পুত্র রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম তাপস, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, দুর্গাপুর পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।