সারদীয় দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯৯
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে আসন্ন সারদীয় দূর্গোৎসব উপলক্ষে নিয়ামতপুরের পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এবারে নিয়ামতপুরে পূজা মন্ডপের সংখ্যা ১৫৩।  আজ সোমবার থানা হলরুমে সকালে ১১টার দিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর ও মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু ইশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক সুরন্জন বিজয়পুরি।
আলোচনা সভায় আসন্ন দুর্গোৎসব  সুষ্ঠভাবে এবং আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়।

Comments are closed.