নাটোর প্রতিনিধি: সারাদেশের মতো নাটোরেও ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন চলছে। আজ মঙ্গলবার ফুলতলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনেক বাচ্চা ভিটামিন ক্যাপসুল খেতে আসে। অনেক বাচ্চার ভিতরে তামিমাকে দেখতে পাওয়া যায় এতো কনকনে শীতের ভিতরেও শুধু একটি পাতলা জামা ও গামছা পড়ে আছে।
সবার দৃষ্টি না গেলেও নাটোর সদরের ইউএনও শারমিনা সাত্তার এর নজরে পড়ে যে এতো ঠান্ডার ভিতরেও তামিমা শুধু একটি জামা ও গামছা পড়ে আছে। ঠিক তখনি তিনি বাচ্চাটিকে নিয়ে পাশের মার্কেট থেকে একটি সয়টার কিনে তিনি তামিমাকে দেন।
সেই সয়টার পেয়ে তামিমা আর পরিবার অনেক খুশি সমাজের সব বিত্তবানরা যদি এইভাবে এগিয়ে আসতো তাহলে অসহায় গরিব মানুষ শীতে কষ্ট পেতো না