এম. তাজুল ইসলাম (সারিয়াকান্দি) বগুড়া থেকে: সারিয়াকান্দি উপজেলায় আনুষ্ঠানিকভাবে বোরো ধান শস্য কর্তনের শুভ উদ্বোধনের মাধ্যমে শস্য কর্তন উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার আয়োজনে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের আমতলী এলাকার নিমতলায় এ উৎসব পালিত হয়। এ উপলক্ষ্যে পথ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বগুড়া-০১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রসাশক ও জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক মোঃ মতলুবর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক মোঃ মশিদুল হক, বগুড়া প্রেসক্লাবের সভাপতি নয়ন কুমার প্রমুখ। এসময় উপজলো কৃষক লীগের সভাপতি ছাইফুল ইসলাম দুখু, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুল হালিম, উপ-সহাকারি শফিউল আলম, সোহেল রানা, ওমর ফারুক সহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে কৃষকদের মাঝে সরকারি ভুর্তুক্তিতে ধান কাঁটা মাড়াইয়ের যন্ত্রপাতির সুবিধাসহ সরকারি কৃষি প্রণোদনা দিয়ে কৃষকদের ফসল উৎপাদনে সহায়তা করা সহ কৃষকরা যাতে উৎপাদিত ফসলের নায্য মূল্য পায় এজন্য সরকারিভাবে ধান সংগ্রহ কর হয়।
এছাড়াও প্রান্তিক কৃষকদের বিভিন্ন প্রণোদনা প্রদান করা হচ্ছে।