এম. তাজুল ইসলাম (সারিয়াকান্দি) বগুড়া: আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর কে সামনে রেখে প্রগতি শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে সংস্থার কিছু সদস্যসহ ৩৩০জন দুস্থ-অসহায়ের মাঝে ঈদ সামগ্রী হিসেবে লাচ্চা-চিনি বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে জোড়গাছা বাজারস্থ প্রধান কার্যালয় চত্বরে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। সংস্থার সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে, এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জোড়গাছা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক রফিকুল ইসলাম বাবলু, ভেলাবাড়ী ইউপি সদস্য আবু ইউসুফ শামীম, মহিদুল ইসলাম, সাফল্য বহুমুখী উন্নয়ন সংস্থার সভাপতি জুয়েল আলম।
এসময় উপস্থিত ছিলেন, বাবর আলী প্রামানিক, সাফল্য বহুমুখী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম এরশাদ, ছাইদুল ইসলাম, জাহাঙ্গাীর আলম, প্রগতি শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক খোরশেদ আলম, কোষাধক্ষ্য সেলিম প্রামানিক সহ সংস্থার মাঠকর্মীবৃন্দ।