তাজুল ইসলাম, সারিয়াকান্দি, বগুড়া থেকে : বগুড়ার সারিয়াকান্দিতে ব্যাটারি চালিত অটো বাইকের সাথে থাক্কা লেগে আয়েজ উদ্দীন সুতার (মিস্ত্রি) নামের এক শতবর্ষী ব্যক্তি গুরতর আহত হয়েছেন। মঙ্গলবার আনুমানিক বিকেল পৌণে পাঁচ ঘটিকায় জোড়গাছা মাসুদ সরকার ট্রেডার্সের সামনে দুর্ঘটনাটি ঘটে। আহত আয়েজ সুতার উপজেলার জোড়গাছা পূর্বপাড়া গ্রামের ইয়াসিন সুতারের বাবা।
প্রত্যক্ষর্দী খোকা মন্ডল ও বাবু, জানান, আয়েজ উদ্দীন সুতার ওইদিন বিকেলে জোড়গাছা পশু হাটে যাওয়ার সময় বামপাশ থেকে ডানপাশে রাস্তা অতিক্রম করতে গিয়ে ফিরে এসে পরে পুনরায় যাওয়ার চেষ্টা করলে পিছন থেকে আসা খালেক নরসিন্দুর (নাপিত) এর ব্যাটারি চালিত তিন চাকার অটোবাইক (বড়) এর সাথে ধাক্কা লেগে মাটিতে পরে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সবুজ ডাক্তারের দোকানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। খবর পেয়ে তার মিস্ত্রি তিন ছেলে তাকে বাড়ীতে নিয়ে যান।
চিকিৎসক শফিকুল ইসলাম সবুজ বিষয়টি নিশ্চিত করে জানান, আহত আয়েজ উদ্দীন তার ফার্মেসীর দোকানের সামনেই অটো বাইকের সাথে ধাক্কা লেগে কপালের ডানপাশে চোট লেগে ক্ষত হয়েছে। পরে তাকে চিকিৎসা দিয়ে বাড়ী পাঠানো হয়েছে।