এম. তাজুল ইসলাম (সারিয়াকান্দি) বগুড়া: বগুড়ার সারিয়াকান্দিতে বগুড়াগামী রাজ মেট্টো-ম ১১-০০০৪ নম্বরের
ট্রাক চাপায় শাহীন (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার বেলা আনুমানিক ১ঘটিকায় উপজেলার জোড়গাছা পশ্চিমাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক জোড়গাছা মধ্যপাড়া শাহাজান আলীর ছেলে।
এ ঘটনায় নিহত পরিবার ওে এলাকায় শোকের মাতম চলছে। এ ঘটানায় একই এলকার পশ্চিমাপাড়ার আরফানের স্ত্রী ও বগুগা-০৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদারের ভাগনি হাসিনা বেগম নামে এক নারী যাত্রীর ডান হাত ভেঙ্গে যায়।
প্রত্যক্ষদর্শী মেহেদী হাসান, আল-বাকী জানান, ওইদিন দুপুরে তরণীহাট সিএনজি স্ট্যান্ড থেকে শাহীন কয়েকজন যাত্রী নিয়ে জোড়গাছার উদ্দেশ্যে আসছিল। জোড়গাছা বাঙ্গালী ব্রীজের পূর্বপাশ্বে গ্রাম পুলিশ বিষনাথের বাড়ী সংলগ্ন ছোট কালভার্ট এলাকায় পৌঁছালে পূর্বদিক থেকে ছেড়ে যাওয়া বগুড়াগামী সিসি ব্লকবাহী ট্রাকের ধাকায় গাড়ী চালক অটোভ্যান থেকে ছিটকে পড়লে ঘাতক ট্রাক তাকে পৃষ্ট করে পালিয়ে যায়।
এরপর সোনামুয়া এলাকায় অন্য একটি ট্রাকের সঙ্গে ধার্কা দিলে সামনে দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা গাড়ীটি আটক করে।
চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুরুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে জানান, খবর পেয়
ঘটনাস্থলে গিয়ে ট্রাক জব্দ করা হয়েছে।