তাজুল ইসলাম, সারিয়াকান্দি, বগুড়াঃ বগুড়ার সারিয়াকান্দিতে আসন্ন আগামী ১৫ জুন চালুয়াবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম বাদশা ভূইয়ার পক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে চালুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আইয়ুব আলী তরফদার, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ আলী তারিক, কামালপুর ইউপি চেয়ারম্যান রাছেদুজ্জামান রাছেল প্রমুখ। এসময় বক্তরা নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম সহ দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বগুড়া জেলা শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।
Comments are closed.