সিউলে নজিরবিহীন বন্যায় নিহত ৮
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত আট জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন আরও ১৪ জন। কয়েক দশকে এতটা বৃষ্টি হয়নি সিউলে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
ব্যাপক বৃষ্টিতে গতকাল সোমবার রাতে সিউলসহ আশপাশের কয়েকটি প্রদেশে অনেক সড়ক পানিতে তলিয়ে যায়। পানি জমে মেট্রো স্টেশন বিকল হয়ে পড়ে এবং বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে নগরজুড়ে অন্ধকার নেমে আসে। অনেক জায়গায় হাঁটুপানি জমে গেছে। ফলে জনজীবন স্থবির হয়ে পড়েছে।
কিছু কিছু এলাকায় গত ৮০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে। সিউলসহ আশপাশ এলাকায় আজও ভারি বর্ষণ চলছে। আগামীকাল বুধবার পর্যন্ত এই বর্ষণ চলতে পারে বলে জানানো হয়েছে।
Comments are closed.