সিকিমে বন্যায় ১০ জনের মৃত্যু নিখোঁজ ৮২

0 ২১৭
আনন্দবাজার/ফাইল ছবি

ভারতের সিকিম রাজ্যে টানা ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও ২২ জন সেনাসদস্যসহ নিখোঁজ রয়েছেন আরও ৮২ জন। বুধবার (৪ অক্টোবর) স্থানীয় সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে।

ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আকস্মিক বন্যায় অন্তত ২৩ সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকেও এমন তথ্য জানানো হয়েছে।

সরকারি সূত্রে জানা যায়, তিস্তা নদীর পানি বেড়ে গিয়ে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে সিকিমের অন্তত ১৪টি সেতু। বিভিন্ন জায়গায় প্রায় ৩ হাজার পর্যটক আটকা পড়েছেন।

সিকিমে মঙ্গলবার দিবাগত রাতে ভারী বৃষ্টি শুরু হয়। বৃষ্টিপাতে সিকিমের উত্তরাঞ্চলে লোনাক হ্রদের পানি অনেক বেড়ে যায়। এর প্রভাব পড়ে তিস্তা নদীর ওপর। তিস্তা নদী সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বাংলাদেশে ঢুকেছে।

বৃষ্টির পাশাপাশি চানথাং বাঁধের অতিরিক্ত পানি ছেড়ে দিলে তিস্তা নদীর ভাটিতে পানির উচ্চতা ১৫ থেকে ২০ ফুট বেড়ে যায়। সিংতামের কাছে বারদাংয়ে সেনাবাহিনীর যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এতে অন্তত ২৩ সেনাসদস্য নিখোঁজ হন। বেশ কয়েকটি গাড়ি পানির নিচের কাঁদায় আটকে যায় বলে জানায় ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড।

দেশটির আবহাওয়া দপ্তর বলেছে, সিকিমের চানথাং হ্রদের উপচে পড়া পানিপ্রবাহের ফলে তিস্তার পানির উচ্চতাও অনেক বেড়ে গেছে। ফলে গাজলডোবা, দোমোহানি, মেখালিগঞ্জ ও ঘিশের মতো নিচু এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে। সতর্কতা জারি করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.