সিটি লেভেল মালটিসেক্টরাল নিউট্রেশন কো- অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত

0 ৩৬৯

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের জাতীয় নগর দারিদ্র্য হ্রাসকরণ ‘সিটি লেভেল মালটিসেক্টরাল নিউট্রেশন কো- অর্ডিনেশন কমিটি’ এর সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।

 

সভায় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ও রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, কমিটির সদস্য ও কমিউনিটি ডেভলপমেন্টের উপদেষ্টা আরিফুল হক কুমার, চীফ কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মোঃ আজিজুর রহমান, জেলা প্রতিনিধি (নিউট্রেশন ইন্টারন্যাশনাল) নাজমুল হক, বিশ্বস্বাস্থ্য সংস্থার ডাঃ নুরুল ইসলাম, ইউনিসেফের প্রোগ্রাম অফিসার বেগম জরিনা রেশমা, প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার আব্দুল কাইয়ুম মন্ডল, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সহঃসেক্রেটারী মোঃ জুলফিকার আলী।

 

সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট্রেশন উপস্থাপন করেন নিউট্রেশন কনসালটেন্ট শামসুন নাহার।

 

Leave A Reply

Your email address will not be published.