সিনেমার খরচ বাড়ায় অর্ধেক পারিশ্রমিক নিলেন রণবীর

0 ২০১
সিনেমাটির দৃশ্য। ছবি : টুইটার থেকে নেওয়া

‘অ্যানিমেল’ টিজারে চমক দেখিয়েছেন রণবীর কাপুর। নায়কের রণবীরের ড্যাশিং অ্যাকশন লুকে কাত অনুরাগীরা থেকে শুরু করে সমালোচকরা। এবার জানা গেল এক নতুন খবর, ‘অ্যানিমেল’ সিনেমায় নিজের পারিশ্রমিক কমিয়ে নিয়েছেন রণবীর কাপুর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক সন্দীপ জানান, অন্যান্য সিনেমায় অভিনয় করতে যে পারিশ্রমিক নেন এই সিনেমার জন্য তার অর্ধেক পারিশ্রমিক নিয়েছেন রণবীর।এতে অভিনয়ের পাশাপাশি সিনেমাটি যাতে সব দিক দিয়ে একেবারে নিখুঁত হয় সেই দিকেও সমান নজর ছিল অভিনেতার। তিনি যখন জানতে পারেন এর কিছু পোস্ট প্রোডাকশন সংক্রান্ত কাজ বাজেটের জন্য আটকে রয়েছে তখন নিজের পারিশ্রমিকের অঙ্ক কমিয়ে দেন অভিনেতা।

এক সূত্রের বরাতে গণমাধ্যমটির দাবি,  ‘অ্যানিমেল’ সিনেমার জন্য ক্যারিয়ার সেরা ৭০ কোটি পারিশ্রমিকের চুক্তি থাকলেও শেষ পর্যন্ত ৩০-৩৫ কোটি রুপিই নিয়েছেন রণবীর। অভিনেতার এই মানবিক আচরণ ইতিমধ্যেই মন ছুঁয়েছে ভক্ত অনুরাগীদের।

‘অ্যানিম্যাল’ ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে রণবীরের সঙ্গে আরো রয়েছেন অনিল কাপুর, রাশ্মিকা মান্দানা ও ববি দেওল।

Leave A Reply

Your email address will not be published.