সিনেমা মুক্তির আগে ২ কোটির বিএমডব্লিউ কিনলেন কাজল
আসছে নতুন সিনেমা। ‘সালাম ভেঙ্কি’ মুক্তির আগে জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন বলিউডের সুইট ডিভা কাজল। এর ফাঁকে গ্যারেজে যুক্ত করলেন নতুন বিলাসবহুল গাড়ি।
বলিউড হাঙ্গামার খবর, ট্রেইলার মুক্তির পরেই বিভিন্ন লোকেশনে সিনেমার প্রচারণা চালাতে দেখা গেছে অজয়পত্নীকে। সম্প্রতি এই অভিনেত্রীকে বিএমডব্লিউ এক্স৭ সুভ গাড়িতে করে প্রচারণা চালাতে দেখা যায়। এ গাড়ির দাম ১.৮ কোটি রুপি, বাংলাদেশের মুদ্রায় যা দুই কোটি ২০ লাখ টাকার বেশি।
সামাজিক পাতায় সেলিব্রেটি ফটোগ্রাফার ভাইরাল ভায়ানি একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে কাজলকে লাল শাড়িতে দেখা যাচ্ছে। শুরুতে দেখা যাচ্ছে, তিনি হেঁটে যাচ্ছেন। এর পরেই তাঁর দামি গাড়িটি দেখা যায়। মজার ব্যাপার হলো, কাজলকে দেখা গেছে সালমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের সেটের সামনে।
যা হোক, বিগ বসের ১৬তম মৌসুমে কাজলকে দেখা যাবে কি না, তা অবশ্য জানা যায়নি। তবে বিগ বসের বিশেষ পর্বে কাজলকে দেখা গেলে বেশ হবে।
এবার সিনেমার প্রসঙ্গে ফেরা যাক, রেবতী পরিচালিত ‘সালাম ভেঙ্কি’ সিনেমা প্রযোজনা করেছে বিলিভ প্রডাকশনস ও আরটেক স্টুডিয়োস। সিনেমাটি মুক্তি পাবে ৯ ডিসেম্বর, ২০২২।
সিনেমাটিতে কাজল ছাড়াও অভিনয় করেছেন বিশাল এন জে জেঠওয়া, অহনা এস কুমরা, রাহুল বোস, রাজীব খান্দেওয়াল প্রমুখ।
Comments are closed.