সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে নির্বাহী প্রকৌশলী কার্যালয় এলজিইডি’র পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে । বুধবার মহান একুশের প্রথম প্রহরে সিরাজগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপানে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন নির্বাহী প্রকৌশলী মো: সফিকুল ইসলাম।
এসময় সিনিয়র সহকারী প্রকৌশলী, মোঃ আহারাম আলী, সহকারী প্রকৌশলী. সৌরভ কুমার সাহা,সহকারী প্রকৌশলী (ই-জিপি ইফতেখার সারোয়ার ধ্রুব সহ এলজিইডির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ সময় নেপথ্যে বেজেছিল অমর একুশের কালজয়ী গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
১৯৫২ সালের এই দিনে শহীদদের শাণিত ধারায় যে আলোকিত পথের উন্মোচন ঘটেছিল, সেই পথ ধরে এসেছিল মহান স্বাধীনতা।