সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসন আয়োজনে (২৮ জনু) মঙ্গলবার বেলা ১১ টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান,সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার, উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি,ভাইস চেয়ারম্যান এস এম নাসিম রেজা নুর দিপু,সদর থানা ইনচার্জ মোঃ নজরুল ইসলাম প্রমূখ।
এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, উপ-পরিদর্শক মোঃ ইব্রাহিম খলিল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় মাদকের ভয়াবহতা রুখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
Comments are closed.