সিরিয়ান বালিকা এখন ‘ওয়াইন সম্রাজ্ঞী’

0 ৯৪১

9298_wine_queenআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় গৃহযুদ্ধ আরম্ভ হলে জামার্নিতে পালিয়ে আসেন ২৬ বছর বয়সী নিনোর্তা বাহনো। এর পর থেকে এখন পর্যন্ত তিনি জার্মানির আশ্রয়প্রার্থী।
তবে অবাক কাণ্ড হচ্ছে, সিরিয়া থেকে পালিয়ে এসে এই নিনোর্তাই এবার জার্মান জয় করলেন। মোটা দাগে জার্মান জয় বলা গেলেও বিষয়টি অন্যরকম।
সিরিয়ার একজন শরণার্থী নারী হিসেবে জার্মানির ওয়াইন তৈরির প্রধান একটি এলাকার রানীর মুকুট জয় করলেন নিনোর্তা। তিনি প্রথম কোনও আশ্রয়প্রার্থী ব্যক্তি যিনি জামার্নির এই ঐতিহ্যবাহী সম্মানে ভূষিত হলেন।
মুকুট জয়ের পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি জানান, এই পুরস্কার একতাবদ্ধ হতে আরও উৎসাহিত করবে।
আগামী বছরটিতে মিস বাহনো বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানে ট্রিভয়ের ওয়াইন উৎপাদনকারীদের তুলে ধরবেন।
প্রসঙ্গত, ১৯৩০ সাল থেকে জার্মানিতে ওয়াইন কুইন বা ওয়াইন সম্রাজ্ঞী নির্বাচনের রীতি প্রচলিত।
দেশটির ১৩টি ওয়াইন উৎপাদনকারী রাজ্য থেকে যারা কুইন নির্বাচিত হন তারা প্রতিবছর সেপ্টেম্বর মাসে জার্মানির ওয়াইন কুইন প্রতিযোগিতায় অংশ নেন। সূত্র: বিবিসি

Leave A Reply

Your email address will not be published.