নিউজ ডেস্ক: সিলেট দায়রা জজ আদালত বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের বিরুদ্ধে দায়ের করা সবকটি মামলায় তাকে জামিন দিয়েছে।
রবিবার বিচারক মফিজুর রহমান ভূঁইয়া শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। পরে সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
নগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক সাংবাদিকদের বিষয়টি জানান।
গত ২৪ অক্টোবর বুধবার সন্ধ্যায় সিলেটে ঐক্যফ্রন্টের জনসভা থেকে ফেরার পথে নগরীর উপশহর থেকে আব্দুল মুক্তাদিরকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
পর দিন কোতোয়ালি থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একইদিনে মহানগর পুলিশের জালালাবাদ থানার আরেকটি মামলায় পুলিশ তাকে শ্যোন অ্যারেস্ট দেখায়।
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম/