সেঞ্চুরিয়নে ভারতের দুর্দান্ত জয়
রোমাঞ্চ জাগিয়ে টেস্টের চতুর্থ দিনই নিজেদের এগিয়ে রেখেছিল ভারত। শেষ দিন কিছুটা লড়াইয়ে ফিরেও পারল না দক্ষিণ আফ্রিকা। বোলারদের দাপটে সেঞ্চুরিয়নে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বিরাট কোহলির ভারত।
রোমাঞ্চ জাগিয়ে টেস্টের চতুর্থ দিনই নিজেদের এগিয়ে রেখেছিল ভারত। শেষ দিন কিছুটা লড়াইয়ে ফিরেও পারল না দক্ষিণ আফ্রিকা। বোলারদের দাপটে সেঞ্চুরিয়নে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বিরাট কোহলির ভারত।
আজ বৃহস্পতিবার সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। জয়ের ম্যাচে সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন ভারতীয় ব্যাটার লোকেশ রাহুল।
সুপারস্পোর্টস পার্কে আজ টেস্টের শেষ দিনে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য দরকার ছিল ২১১ রান। অন্যদিকে ভারতের দরকার ছিল ছয় উইকেট। ফলে দুই দলেরই সুযোগ ছিল সমানে সমান। কিন্তু সেই সুযোগ শেষ পর্যন্ত কাজে লাগাতে পেরেছে ভারত। শেষ দিনে ছয় উইকেট তুলে নিলে বড় জয় তুলে নিল কোহলিরা। এই জয়ের তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
টেস্টের প্রথম ইনিংসে লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ৩২৭ রান করে ভারত। ব্যাট হাতে ১২৩ রানের ইনিংস উপহার দেন রাহুল। ওই রানের বিপরীতে প্রথম ইনিংসে মাত্র ১৯৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। মূলত এই ইনিংসই স্বাগতিকদের সমীকরণ কঠিন করে দেয়।
লিড পাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে তোলে ১৭৪ রান। তাই প্রোটিয়ারা লক্ষ্য পায় ৩০৫ রানের। কিন্তু এই লক্ষ্য তাড়া করতে নেমে আশা জাগিয়েও ১৯১ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৩২৭
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৯৭
ভারত ২য় ইনিংস: ১৭৪
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: (লক্ষ্য ৩০৫) ৬৮ ওভারে ১৯১ (এলগার ৭৭, বাভুমা ৩৫, ডি কক ২১, মুল্ডার ১, ইয়ানসেন ১৩, রাবাদা ০, এনগিডি ০; বুমরাহ ১৯-৪-৫০-৩, শামি ১৭-৩-৬৩-৩, সিরাজ ১৮-৫-৪৭-২, শার্দুল ৫-০-১১-০, অশ্বিন ৯-২-১৮-২)।
ফল : ভারত ১১৩ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: লোকেশ রাহুল।
Recover your password.
A password will be e-mailed to you.
Comments are closed.