সোনমের বিয়ের লেহেঙ্গার দাম ৯০ লাখ, ক্যাটরিনার কত?
বিয়ে শেষ, মালদ্বীপে মধুচন্দ্রিমায় ব্যস্ত নবদম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কুশল। কিন্তু তাঁদের বিয়ে ঘিরে আলোচনা এখনও থামেনি।
বিয়ের অন্যতম অনুষঙ্গ হচ্ছে লেহেঙ্গা। এবার সেই আলোচনা লেহেঙ্গা নিয়ে। বিয়েতে ক্যাট যে লেহেঙ্গা পরেছিলেন, তার দাম কত?
বলিউড বাবলের খবর, ক্যাটরিনা কাইফের বিয়ের লেহেঙ্গার দাম ১৭ লাখ রুপি। বিয়ের দিন লাল লেহেঙ্গায় ঝলমলে ছিলেন ক্যাটরিনা। গলায় কুন্দনের ভারী হার, মাথায় চওড়া মাংগটিকা, নাকে বিশাল নথ, আর কপালে ছিল লাল টিপ, গলায় জুঁইয়ের মালা।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সোনম কাপুরের বিয়ের লেহেঙ্গার দাম ছিল ৯০ লাখ রুপি; প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের লেহেঙ্গার দাম ছিল ১৮ লাখ রুপি; আনুশকা শর্মার বিয়ের লেহেঙ্গার দাম ছিল ৩০ লাখ রুপি। দীপিকা পাড়ুকোনের বিয়ের লেহেঙ্গার দাম ছিল ১২ লাখ রুপি, ঐশ্বরিয়া রাই বচ্চনের বিয়ের শাড়ির দাম ছিল ৭৫ লাখ রুপি এবং কারিনা কাপুর খানের বিয়ের পোশাকের দাম ছিল ৫০ লাখ রুপি।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রাজস্থানের বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে ৯ ডিসেম্বর গাঁটছড়া বেঁধেছেন ভিকি-ক্যাটরিনা। ওই দিন দুপুর সাড়ে ৩টা থেকে পৌনে ৪টার মধ্যে পাঞ্জাবি রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এ যুগল। রাতে সনাতন রীতিতে।
Comments are closed.